মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

এক ঝলকে কেরালা


কেরালা, ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্গত একটি অঙ্গরাজ্য যা 14টি জিলা বা প্রশাসনিক বিভাগ নিয়ে গঠিত। এই রাজ্যের প্রধান শহরগুলি হল থিরুবনন্তপুরম, কোচি এবং কোজিকোড। এই রাজ্যে মোট তিনটি বিমানবন্দর রয়েছে যা রাজ্যটিকে আন্তর্জাতিক ও দেশীয় স্তরে সংযুক্ত করেছে।

নিচে কেরালা সম্পর্কে কিছু চট্-জলদি তথ্য দেওয়া হল যা এই রাজ্যে ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের বিশেষ সাহায্য করবে।


i.  অবস্থান : ভারতবর্ষের দক্ষিণ-পশ্চিম প্রান্ত
ii. আয়তন : 38,863 বর্গ কিমি
iii. জনসংখ্যা : 31,84,1374
iv. রাজধানী : থিরুবনন্তপুরম (ত্রিবান্দ্রম)
v. ভাষা : মালয়ালাম। ইংরেজি ভাষারও ব্যাপক প্রচলন আছে।
vi. ধর্ম: হিন্দু ধর্ম, খ্রীষ্টধর্ম, ইসলাম
vii.  সময় : GMT+5:30
viii. মুদ্রা : ভারতীয় টাকা
ix. জলবায়ু : গ্রীষ্মপ্রধান
x.  গ্রীষ্মকাল : ফেব্রুয়ারি-মে (24-33oC)
xi. বর্ষাকাল : জুন-আগস্ট (22-28oC), অক্টোবর – নভেম্বর
xii. শীতকাল : নভেম্বর – জানুয়ারি (22-32oC)

xiii. জিলাগুলির              পুরাতন নাম
xiv. কাসারাগোড়
xv.  কান্নুর :                  কান্নানোর
xvi. ওয়েআনাড়
xvii. কোজিকোড :            কালিকট
xviii. মাল্লাপ্পুরম
xix. পালাক্কাড় :                পালঘাট
xx. ত্রিসূর :                     ত্রিচূড়
xxi. এর্নাকুলাম
xxii. ইদুক্কি
xxiii. কোট্টায়াম
xxiv. আলাপ্পাৎজা :          আলেপ্পি
xxv. পাঠানামথিট্টা
xxvi. কোল্লাম :                 কুইলোন
xxvii. থিরুবনন্তপুরম :         ত্রিবান্দ্রম


প্রধান শহরগুলি :      পুরাতন নাম
থিরুবনন্তপুরম : ত্রিবান্দ্রম
কোচি : কোচিন
কোজিকোড : কালিকট 


অভিগম্যতা     
     
থিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর
দূরভাষ : + 91 471 2501424

  • ঘরোয়া উড়ান (সরাসরি): থেকে/প্রতি : দিল্লী, মুম্বই, বাঙ্গালোর, চেন্নাই
  • আন্তর্জাতিক উড়ান (সরাসরি): থেকে/প্রতি : কলম্বো, মালদ্বীপ, দুবাই, শারজা, বাহরিন, দোহা, রাস-আল-খাইমাহ, কুয়েত, রিয়াধ, ফুজাইরাহ, সিঙ্গাপুর

কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর (CIAL), নেদামবেসারে
দূরভাষ : +91 484 2610113

  • ঘরোয়া উড়ান (সরাসরি): থেকে/প্রতি: মুম্বই, চেন্নাই, গোয়া, আগাথি, বাঙ্গালোর
  • আন্তর্জাতিক উড়ান (সরাসরি): থেকে/প্রতি: শারজা, দুবাই, আবু ধাবি, ধাহরান, বাহরিন, রিয়াধ, মাস্কাট

কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর, কারিপুর 
দূরভাষ : + 91 483 2710100

  • ঘরোয়া উড়ান (সরাসরি): থেকে/প্রতি: মুম্বই, চেন্নাই, কোয়েম্বাটোর
  • আন্তর্জাতিক উড়ান (সরাসরি): থেকে/প্রতি : শারজা, বাহরিন, দুবাই, দোহা, রাস-আল-খাইমাহ, কুয়েত, রিয়াধ, ফুজারিয়াহ

পুলিশ সহায়তা নম্বর

  • রাজমার্গগুলি দিয়ে ভ্রমণের সময় +91 98461 00100
  • ট্রেনে চড়ে ভ্রমণের সময় +91 98462 00100

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন