দেখে মন খারাপ হল।এতো সুন্দর জায়গা কিন্তু এতো দূরে -আমরা কি যেতে পারব?!খরচের কথা বাদি দিলাম,প্লেনের টিকেটটাই তো আমাদের বাঙ্গালিদের মেরে দেয়।যেহেতু আমাদের টাকার দাম কম।তাই আমাদের সাধারন মানুষদের যাওয়া উচিত এমন জায়গায় যেখানে সৌন্দর্যও অফুরন্ত আর ভৌগলিক দুরত্তও কম।এর মাঝে অপূর্ব ভাই এর বোরো বোরো আইল্যান্ড এর কাছাকাছি সৌন্দর্য আবার কম দূরত্তে আমাদের জন্য আছে দুটি অপশন।একটি অবশ্যই মালদীপ যার কথা আমরা সবাই জানি।আরেকটির কথা আমরা সবাই মোটামুটি জানি কিন্তু মনে রাখি না।তা হল আমাদের এই বঙ্গোপসাগরেই অবস্থিত ভারতীয় দীপপুঞ্জ-"আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড"।
এর রাজধানী পোর্ট ব্লেয়ার,ভারতের একটি কেন্দ্রশাষিত অঞ্চল।জনসংখ্যা সাড়ে ৩ লাখ।আয়তন প্রায় সাড়ে ৬ হাজার বর্গ কি।মি।
এই দীপে তাপমাত্রা সার বছর ২১-৩১ ডিগ্রী এর মধ্যে থাকে।তবে ভ্রমনের বেস্ট টাইম ডিসেম্বার টু এপ্রিল।
যাতায়াতঃ
যাতায়াতের জন্য নৌপথ আর বিমান দুইটাই আছে।তবে বিমান অবশ্যই দ্রুত আর নৌপথ স্লো বাট ফ্যাসিনেটিং।
বিমান বলতে বিভিন্ন ভারতীয় এয়ারলাইন্স এর ফ্লাইট কোলকাতা,দিল্লী আর চেন্নাই থেকে যায়। আর ক্রুজ শিপ এ যাওয়া অবশ্যই অন্যরকম যেহেতু দীর্ঘ ভ্রমণ আর সাগরের নিদর্শনও দেখা যায়।কোলকাতা থেকে শিপ এ ৫৬ ঘন্টা আর চেন্নাই(মাদ্রাজ) থেকে ৬০ ঘন্টা লাগে।
এই সাইট টিতে দেখতে পারেন ডিটেইলস এর জন্যে।
Click This Link
এবার ছবি ব্লগ-নীল/সবুজ পানি,সাদা বালি,পাহাড় আর প্রকিতি।
যারা অপূর্ব ভাইএর বোরো বোরো আইল্যান্ড বা ফিজি/হাওয়াই/জ্যামাইকা এর সাথে আন্দামান এন্ড নিকোবর এর তুলনা করবেন তারা সেই সঙ্গে আন্দামান নিকোবর এর দুরত্ত-যাতায়াত খরচ-আনুষাঙ্গিক খরচ আর ভিসার নিশ্চয়তাও বিবেচনা করবেন। MAIN LINK
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন