শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

ভারতের ৫টি শ্বাসরুদ্ধকর স্হান যা অপূর্ব সৌন্দর্যের অধিকারী

ভাবছেন ঘুরতে যাবেন ইউরোপ কিংবা আমেরিকা ? কিন্তু ঘুরতে যাবার সামর্থ্য না থাকায় অনেকের স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে গেছে । তাই আপনাদের ভ্রমনের সুবিধার্থে জানাচ্ছি  আপনার খুব কাছেই  আছে হৃদয় শীতল করা সৌন্দর্য । অল্প খরচে ঘুরে আসতে পারেন প্রতিবেশী দেশ ভারত থেকে । ভারতের কিছু শ্বাসরুদ্ধকর স্হান ঘুরে আসতে পারেন অনায়াসেই । এতে আপনার ইউরোপ, আমেরিকা ঘুরতে না পারার দুঃখ ঘুচে যাবে নিশ্চিত । ভাবছেন  শিলিগুড়ি, তাজমহল কিংবা  সিমলার কথা বলা হচ্ছে ? মোটেই নয়, আজ পরিচয় করিয়ে দিচ্ছি ভারতের সৌন্দর্যমন্ডিত অপূর্ব কিছু স্হানের সঙ্গে ।

নোহকালিকাই জলপ্রপাত, চেরাপুঞ্জি
নোহকালিকাই জলপ্রপাত, চেরাপুঞ্জি
নোহকালিকাই জলপ্রপাত, চেরাপুঞ্জি
ভারতের উচ্চতম জলপ্রপাত গুলোর অন্যতম হলো এই জলপ্রপাতটি । নামটা বিদঘুটে হলেও জলপ্রপাতটি  কিন্তু অন্তত্য চমৎকার । জলপ্রপাতটির নামের অর্থ হলো ‘Jamp of
ka Lakai’ । এই স্হানের আদীবাসীদের ভাষ্য  অনুযায়ী লাকাই নামের একজন নারী   পারিবারিক দুর্ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে এই প্রপাত থেকে লাফ দিয়ে আত্মহনন করেন এবং এর নাম থেকেই এই প্রপাতটির নাম নোহকালিকাই জলপ্রপাত । অবর্ণনীয় সুন্দর এই প্রপাতটি দেখতে দর্শনা্থীদের বেশী টাকা ব্যয় করতে হবেনা ।



মাথেরন
খুব ছোট এই হিল স্টেশনটি মুম্বাই থেকে মাত্র ৯০ কলোমিটার দূরে অবস্হিত । এই স্হান থেকে ছবির চাইতেও সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় । মানুষকে চমৎকৃত করার সব বৈশিষ্ট্য  নিয়ে দাঁড়িয়ে আছে এই হিলটি ।
হগেনাকাল ফলস
অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই ফলসটি নায়াগ্রা ফলস নামেই বেশি পরিচিত, এটির উৎপত্তি সাউথ ইন্ডিয়ার কাভেরি নদী থেকে । এর অপর নাম হগেনাকাল ফলস ।
ছুটির দিনে ভ্রমণ পিয়াসী মানুষেরা তাই এখানে ভিড় করে ।
আন্দামান দ্বীপপুঞ্জ,
আন্দামান দ্বীপপুঞ্জের নাম অনেকেই হয়তো শুনে থাকবেন । অপার সৌন্দর্যের অধিকারি এই দ্বীপপুঞ্জ ছবির চাইতেও অনেক সুন্দর । প্রায় ৩২৫ টি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি এই স্হানটি জুড়ে আছে প্রায় ৬,৪০৮ বর্গ কিলোমিটার । নান্দনিকতার ঐশ্বর্যে পরিমন্ডিত এই দ্বীপপুঞ্জটি দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগতম জানানোর  জন্য ।

লেহ

শুধু সৌন্দর্যই নয় এর অন্তত্য শান্ত ভাব আপনার মনকেও প্রশান্তিতে ভরে দেবে । জম্মু কাশ্মীরের পূর্বদিকে অবস্হিত অপরুপ সৌন্দর্যের এই স্হানটি টুরিস্টদের জন্য উন্মুক্ত । নতুন দিল্লী থেকে বাসে করেই পৌঁছে যেতে পারেন স্বপ্নময় এই স্হানটিতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন