শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

টু রোম উইথ লাভ

মূল লেখার লিংক
DSC_4099
২০০৮ সালের ডিসেম্বরে অণু এলো যেবার আমার এখানে, ওর সাথে রোম গিয়েছিলাম বেড়াতে। তাঁর আগে দেশ থেকে প্রথম ইটালিতে এলাম যখন, রোমের মাটিতে এই বান্দার পা ভিড়েছিল বটে কিন্তু এয়ারপোর্ট থেকে ছাড়া পাইনি। আরেকটি প্লেনে করে রোম থেকে বোলোনিয়া চলে এসেছিলাম। তো অণুর সাথে কণকণে শীতের মধ্যে রোম ভ্রমন ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা।কোলোসিয়ামের ভেতরে ঢুকে অণু কিসব ভিডিও টিডিও করা শুরু করল আর আমাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে অল্পবিস্তর কিছুমিছু বলতে বলল, আমি নাদান পাবলিক ওর এহেন অত্যাচারে ঘাবড়ে গিয়েছিলাম খুব, তবে ওর সাথে সিস্টিন চ্যাপেল দেখতে গিয়ে চোখ সত্যিই ছানাবড়া হয়েছিলো, ভ্যাটিকান সিটি যাবার পথে টিকেট না কাটার অপরাধ হিসেবে ষাট ইউরো অর্থদণ্ড দেয়াটা ভুলতে পারিনি আজ অব্ধি!
এর পরে বিভিন্ন কাজে আড়াই হাজার বছরের এই তিলোত্তমা নগরীতে যাওয়া হয়েছে ঠিকই কিন্তু মনের সুখে রোম দেখা হয়নি। দেখতে দেখতে ইটালিতে চার বছর কেটে গেল অথচ রোম তৃপ্তি সহকারে আর দেখা হলনা, এর মাঝে যে একটু সময় করে রোমে গিয়ে ছবিটবি তুলবো, তাও হয়ে উঠলনা।বোলোনিয়া থেকে রোম যাওয়া আসার খরচ নেহাত কম নয়, ওই খরচে ইউরোপের যে কোনও বড় শহরে দিব্যি ঘুরে আসা যায়, এই দুশ্চিন্তা থেকে আরও যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এইবার কি হল, হঠাৎই একটা ছুটি পেয়ে যাওয়াতে তাৎক্ষনিক সিদ্ধান্তে রোম যাওয়া হয়ে গেল।এরই মাঝে দেশে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ সহ পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে, সব মনোযোগ তখন সেদিকেই, তারপরেও রোম যাবার সুযোগটা আর হাতছাড়া করতে ইচ্ছে করলনা।
রোম আসলে দুই তিন দিনে দেখে শেষ করা সম্ভব নয়, কেউ একজন বলেছেন সারাজীবনেও নাকি সম্ভব নয়।রোম বিশাল নগরী, এর প্রতিটি গলির খানা-খন্দতে প্রতিটি ভবনের আনাচে-কানাচে রয়েছে সভ্যতার বিকাশের কথামালা, ষড়যন্ত্র-রক্তপাত-রাজতন্ত্র- গণতন্ত্রের ইতিহাস আর কলাজগতের শ্রেষ্ঠ সব উদাহরণ।যেহেতু আমার হাতে আছে দুইদিন, কাজেই আগে থেকেই নেট ঘেঁটে ঘেঁটে ঠিক করে নিয়েছি কি কি দেখবো।এই তালিকায় কোলোসিয়াম আর ভ্যাটিকান সিটির অভ্যন্তর না থাকলেও রয়েছে নানান পিয়াজ্জা, নানান প্রাচীন সড়ক, ভবন, জাদুঘর, স্তম্ভ এবং গির্জা।ইটালির দ্রুতগামী ট্রেনে আড়াই ঘণ্টায় সহজেই বোলোনিয়া থেকে রোম পৌঁছে গেলাম। আড়াইশো ইউরো বাজেট, দুই দিন এক রাত্রি থাকা হবে।সাথে মানচিত্র আগে থেকেই প্রিন্ট করে নিয়েছি। স্টেশনের পাশের হোটেলগুলি তুলনামূলক সস্তা, কাজেই ট্রেন থেকে সকাল নটায় বেরিয়ে হোটেলে পৌঁছে বেরিয়ে পড়লাম রোমের পথে। আগে থেকেই ঠিক করা ছিল যে প্রথমে যাব কোলোসিয়াম, ভেতরে না ঢুকে বাইরে থেকে ছবি তবি তুলবো।পকেটে কিছু টাকা, দুটো ক্যামেরা আর একটি প্রিন্টেড মানচিত্র থাকায় বেশ ফুরফুরে অবস্থায় ঘুরতে লাগলাম কোলোসিয়াম এর সামনের প্রখ্যাত চওড়া রাস্তায়।হঠাৎই চোখে পড়ল একটি টুরিস্ট বুথ।সেখানে ঢুকে দেখলাম এক ধরনের রোমা পাস পাওয়া যাচ্ছে ত্রিশ ইউরোতে, তিন দিনের জন্য সকল পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি, তিনটি জাদুঘর এবং কোলোসিয়াম ও রোমান ফোরামের ভেতরে প্রবেশ ফ্রি।আর যায় কোথায়, পড়িমরি করে রোমা পাস কিনে আবার হাঁটা ধরলাম।
তো মোটামুটি ২৫০ ইউরো বাজেটে ( বোলোনিয়া থেকে রোম আসাযাওয়া ১২০ ইউরো এবং ৩০ ইউরো ব্যায়ে সিটি পাস এর ভেতর অন্তর্ভুক্ত) এক রাত্রি হোটেল যাপন এবং পুরো দুইদিন ঘুরাঘুরি প্লাস খাওয়া দাওয়া করে কি কি দেখা হল তার সচিত্র একটি বিবরণ দেয়া যাক।
প্রথমে সিটি পাস টা দেখে নিই।হাতে অল্প সময় কিন্তু দেখার ইচ্ছে রোমের অনেক দর্শনীয় স্থান- এমন ক্ষেত্রে এই পাসের বিকল্প নেই।এই পাস একখানা এ্যালবামের মতন, ভেতরে দুর্দান্ত একটি মানচিত্র, একটা মেট্রো কার্ড। আমি হেঁটে হেঁটে ক্লান্ত হবার চাইতে মেট্রো ট্রেনে করে ঘুরে অনেক স্বাচ্ছন্দ্য পেলাম। সুযোগ বুঝে বাসেও ফ্রি চড়া হল অনেক।কোলোসিয়ামের ভেতরে ঢুকতে আর রোমান ফোরাম দেখতে গেলেই ২৫ ইউরো এমনিই চলে যায়, তাই ৩০ ইউরোর পাসটা আসলেই কাজে দিয়েছে বেশ।
প্রথম গন্তব্যটা ছিল কোলোসিয়ামের চারিধার।মেট্রো ধরে হাজির হলাম স্টেশন থেকে সোজা কোলোসিয়ামে। এর আশেপাশে প্রাচীন সব রোমান কীর্তি, ছোট বড় নানান মাপের নানান আকৃতির ভবন, কলাম, চার্চ, মার্কেট, মূর্তি।প্রথমে ছবি তোলা বাদ দিয়ে শুধু দেখে নিলাম রোম নগরীর এই প্রাচীন অংশটি যেখান থেকে পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চল এক সময় শাসিত হয়েছিল।এখানে দেখলাম দুই ভারতীয় ধ্যান মগ্ন সন্ত।বেশ অভিনব তাঁদের আসন।
DSC_3754
এরপরে কোলোসিয়াম থেকে চলে এলাম পান্থিয়ন।এটা যদিও আমার প্রথম পান্থিয়ন দর্শন নয়, এর আগে এর ঠিক সামনেই একটি হোটেলে সেমিনারের উদ্দেশে থাকা হয়েছিল দুই রাত্রি। তবে কি যেন এক জাদু আছে খৃষ্টাব্দ ১২৬ সালে নির্মিত এই প্রাচীন ভবনের!এর নির্মাণ শৈলী যে খুবই নয়ন মনোহর সেটা তো বলার অপেক্ষাই রাখেনা।এর মাথাটা ডোমের মতন যার মাঝখানে একটা গোল অংশ ফাঁকা।এই ফাঁকা অংশ দিয়ে যখন রোদ এসে ঢোকে ভবনের ভেতরে, কেমন অদ্ভুত লাগে! আবার ভেতরে অসাধারণ সব কারুকাজ। ই ভবন না দেখলে আমার রোম ভ্রমন অসম্পূর্ণই থেকে যায়।
DSC_0112
DSC_0126
পান্থিয়নের এক ব্লক দূরত্বে একটি গির্জা দেখার শখ আমার অনেক দিনের, কিন্তু দেখা হয়নি কখনও।এটির নাম সান্তা মারিয়া সোপরা মিনেরভা।এই গির্জাটির নির্মাণ কাল ১৩৭০। আমি যে কারণে খুব আগ্রহী ছিলাম তা হল এর ইন্টেরিয়র।এত সুন্দর নীল রঙের সিলিং সমৃদ্ধ গির্জা পুরো ইটালিতে আমি একটিও দেখিনি।বাইরে থেকে দেখলে এই গির্জাকে খুব সাধারণ মনে হয়, তবে ভেতরটা অবিশ্বাস্য রকম বর্ণীল।মূল গির্জার প্রবেশদ্বারের সামনে বাইরেও গির্জার সম্মুখে একটি ভাস্কর্য রয়েছে যা বের্নিনি নির্মাণ করেছিলেন।ভাস্কর্যটি হল হাতির পিঠে একটি অবেলিস্ক।শোনা যায় এই অবেলিস্ক মিশর থেকে নিয়ে আসা হয়েছিলো। এমন অদ্ভুত ভাস্কর্য নাকি এই শহরে আর একটিও নেই! গির্জার ভেতর মিকেল এঞ্জেলোর একটি ভাস্কর্য আছে যেটা আমার মিস হয়ে গেছে। আফসুস!
DSC_3782
DSC_3778
পিয়াজ্জা নাভোনা একটি অনন্য দর্শনীয় স্থান।এর ঠিক মাঝখানে একটি ঝর্না যার নাম ফন্তানা দি কোয়াত্রো ফিউমি।এই ঝর্ণা পৃথিবীর চারটি মহাদেশের চারটি নদীকে নির্দেশ করে।নাইল, দানিউব, গঙ্গা এবং রিও দেলা প্লাতা। এই ঝর্নার মাঝখানে একটি দীর্ঘদেহী কলাম, কলামের নিচে অনেকগুলি ভাস্কর্য। অনেক বিকিকিনির জোয়ার দেখলাম সেখানে।নানান ধরণের পেইন্টিং, ছবি আঁকাআঁকি চলছে।
DSC_3813
পিয়াজ্জা নাভোনা দেখার পরই মোটামুটি দুপুর গড়িয়ে গেল। সেখান থেকে গেলাম কাম্পো দি ফিওরি নামক একটি খোলা ময়দানে যা জনপ্রিয় একটি বাজার হিসেবে খ্যাত। সেখানে প্রচণ্ড ভিড়ে হাঁটাই মুশকিল। তারপরেও ভিড় ঠেলে একটু ছবি তুলে নিলাম।
DSC_3822
সেখানেই একটা দোকানে পিজ্জা খেয়ে রওনা দিলাম সেন্ট পিটার’স বাসিলিকার উদ্দেশে। বাসিলিকা পৌঁছার পর ওখান থেকে হেঁটে এলাম তিবের নদীর তীরে অবস্থিত হাদ্রিয়ানের মুসোলিয়ামে যা “কাস্তেল সান্ত এঞ্জেলো” নামে অধিক পরিচিত।দুর্গটির আকৃতি সিলিন্ডারের মতন।পুরোটাই একটি জাদুঘর।জানতাম এই দুর্গের মাথায় উঠলে রোমের একটা চমৎকার দৃশ্য দেখা যাবে।হতাশ হলাম না।রোমা পাস ছিল, টিকেট কাটতে হলনা তাই (প্রবেশ মূল্য ১২ ইউরো)। রোমান সম্রাট হাদ্রিয়ানের নামাঙ্কিত এই দুর্গের নির্মাণ কাল খ্রিস্টাব্দ ১২৩ থেকে ১৩৯।তিবের নদীর ওপর একটি ব্রিজ দ্বারা রোম নগরীর সাথে এটি যুক্ত। ব্রিজটির দুই পাশেই নানান দেব দেবীর অপূর্ব সব মূর্তির স্থাপনা রয়েছে।এই দেবদেবীর মূর্তিগুলিও বের্নিনি নির্মাণ করেছিলেন।
DSC_3899
আমি সেন্ট পিটার’স বাসিলিকার সন্ধ্যাকালীন ছবি তুলতে চেয়েছিলাম, এইজন্যে অপেক্ষাও করেছি অনেক।অবশেষে তুলেও ফেলেছি এক খানা।এর আগে অণুর সাথে এই গির্জার ভেতরে গিয়েছিলাম, দেখেছিলাম মিকেল এঞ্জেলোর অসাধারণ “লা পিয়েতা।” তবে এবার শনিবারে এত লম্বা লাইন দেখলাম যে ভেতরে যাবার আর সাহস হলনা।
DSC_3913
সেন্ট পিটার’স থেকে চলে এলাম পিয়াজ্জা দেল্লা রিপাব্লিকায়।এখানে রয়েছে অসাধারণ একটি ঝর্ণা যার ঠিক পেছনেই রোমের সবচাইতে বিখ্যাত গির্জার একটি সান্তা মারিয়া।রাতের আলোয় ঝর্ণাটি অপূর্ব লাগলো।
DSC_3931
সেখান থেকে এলাম পিয়াজ্জা দি এস্পানিয়ায়।রোমান হলিডে চলচ্চিত্রের শুটিং এই জায়গাটির জনপ্রিয়তা বাড়িয়েছে অনেক।তবে এটি মূলত ১৩৫ টি সিঁড়ি সম্বলিত একটি প্রাচীন গির্জা আর এর তলদেশে একটি সুন্দর ঝর্ণা রয়েছে।আমি যখন গিয়েছি তখন ঝর্ণাটির মেরামত চলার কারণে চারদিক ঘেরা দেখলাম। এখানে তরুণ তরুণীদের সমাগম দেখলাম রাত্রিতে।ওপর থেকে নাকি রোমের চমৎকার দৃশ্য দেখা যায়! তবে ক্লান্ত আমি আর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চাইলাম না।পরে শুনলাম এর সাথে লাগোয়া একটি ভবনে ইংরেজ কবি জন কিটস তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আর এখন যেটি একটি জাদুঘর। তবে অন্ধকারে ভালো করে কিছু চোখে পড়লোনা।

DSC_3925
মূল লেখার লিংক
DSC_3922
বাসিলিকা সেন্ট পিটার্স, রোম।
রোম নিয়ে এই অন্তিম পর্বে রোমের আরও কিছু সড়ক, জাদুঘর, গ্যালারী আর কিছু স্থাপনার ছবি সংযুক্ত করে এই দফায় বিদায় নিতে চাই। গেল পর্বে পিয়াজ্জা দেল্লা রিপাব্লিকা র ছবি দিয়েছিলাম। এর ঠিক সামনেই অবস্থিত প্রাচীন একটি গির্জা যার নাম “বাসিলিকা সান্তা মারিয়া দেলি এঞ্জেলি এদেই মারতিরি।” আগেরদিন বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল বিধায় গির্জাটির প্রবেশ দ্বার বন্ধ ছিল। তাই পরদিন ভোরবেলা উঠে এই গির্জার উদ্দেশেই যাত্রা শুরু করলাম প্রথমে। এখানে উল্লেখ্য যে সান্তা মারিয়া নামক এই গির্জাটি এবং এর সাথে লাগোয়া রোমের জাতীয় জাদুঘর এর নকশা এঁকেছিলেন মিকেলএঞ্জেলো স্বয়ং।
১) বাসিলিকা সান্তা মারিয়া দেলি এঞ্জেলি এদেই মারতিরি
DSC_3932
স্টেশনের অদূরেই পিয়াজ্জা দেল্লা রিপাব্লিকা, আর সাথে ভিয়া নাজিওনালে সড়ক, এই সড়ক পিয়াজ্জা ভেনিজিয়া গিয়ে মিশেছে। এই লম্বা সড়কের দুপাশে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন, তাই এই দফা মেট্রো না চড়ে হাঁটাপথই বেছে নিলাম। রাস্তার এক পাশে একটি অসাধারণ নাম না জানা কিন্তু সুন্দর নকশা সমৃদ্ধ একটি গির্জা চোখে পড়লো। অনেক রঙ বেরঙের ভবনেরও সন্ধান মিলল।
২) নাম না জানা গির্জা
DSC_3957
৩) রঙিন ভবন
DSC_3966
পিয়াজ্জা ভেনিজিয়া থেকে যে সড়কটি কোলোসিয়ামে গিয়ে ভিড়েছে তার নাম হল “ভিয়া দেই ফোরি ইম্পেরিয়ালি।” এটি ঐতিহাসিকভাবে রোমের সবচাইতে গুরুত্বপূর্ণ সড়কের একটি। নির্মিত হয়েছিল ফ্যাসিস্ট মুসোলিনির আমলে। এই সড়কের দু পাশেই সব রোমান স্থাপনার কীর্তিসমূহ চোখে পড়ে। সড়কের ধারে দুই বাদ্যযন্ত্রী এবং কণ্ঠশিল্পীর দেখা মিলল।
৪) রোমের রাস্তায় গানবাজনা
DSC_4032
আগের দিন রোমা পাসে রোমান ফোরাম সহ কোলোসিয়াম ফ্রি লেখা ছিল। তাই এই দফায় আর দেরী না করে সরাসরি ঢুকে পড়লাম কোলোসিয়ামের ভেতরে, তবে সময় কম বলে কয়েকটা ছবি তুলে বেরিয়ে পড়লাম রোমান ফোরামের উদ্দেশ্যে।
৫) কোলোসিয়ামের ভেতরে।
Ro2
রোমা পাস থাকার একটা সুবিধে হল কোথাও কোনও লাইনে দাঁড়াতে হয়না, তাই সময় বাঁচে অনেক। রোমান ফোরামে দেখার আছে অনেক কিছু, কিন্তু ম্যালা সময় লাগবে, তাই জুলিয়াস সিজারের বাড়ির ধ্বংসাবশেষ, রোমান সিনেটররা যেখানে মিটিং করতেন আর সেই সময়ে নির্মিত একটি গির্জার ধ্বংসাবশেষ দেখে বেরিয়ে পড়তে হল পালাজ্জো পোপোলোর উদ্দেশ্যে।
৬) রোমান ফোরামের একাংশ।
RO8
পিয়াজ্জা দেল পোপোলো একটা বিশালাকার খোলা ময়দান যেখানে অপরাধীদের মৃত্যু ঘোষণা এবং তাঁদের ফাঁসি প্রদান করা হত। এই ময়দানের মাঝখানে একটি ওবেলিস্ক রয়েছে যেটি মিশর থেকে আনা হয়েছিল। আমি গিয়েছি যেদিন, সেদিন দেখি আধুনিক নর-নারী রোমান সাজে সজ্জিত হয়ে নানান কসরত করছেন। কেউ নাচছেন, কেউ বর্শা নিক্ষেপ করছেন, কেউ কেউ মল্লযুদ্ধে অবতীর্ণ, কেউ আবার খাবার ভাজছেন।
৭) পিয়াজ্জা দেল পোপোলো
DSC_4102
পিয়াজ্জা দেল পোপোলো দেখে আবার ফিরে এলাম কাপিতোলিনে পাহাড়ের ওপর অবস্থিত কাপিতোলিনে জাদুঘরে ঢুকে পড়লাম। এই জাদুঘরের নকশাও মিকেল এঞ্জেলো তৈরি করেছিলেন। ইচ্ছে ছিল রোমের বিখ্যাত ভাস্কর্য “শি-উলফ” এর একটা ছবি তুলবো, কিন্তু অনেক অনুনয় বিনয়ের পরেও ছবি তুলতে পারলাম না। তবে সম্রাট কন্সটান্টিনের শুধু মাথার ছবি দেখলাম সাদা এবং কালো উভয় ফর্মে। এছাড়া প্রিয় কারাভাজ্জোর একটি অপূর্ব পেইন্টিঙের সন্ধান পেলাম। আর দেখলাম ত্রাহানের ফোরামের গায়ে খোদাই করা একটি ভাস্কর্য, যা প্রদর্শনীর নিমিত্তে ল্যুভর জাদুঘর থেকে নিয়ে আসা হয়েছে।
৮) কাপিতোলিনে জাদুঘর
RO14
৯) কারাভাজ্জোর চিত্রকর্ম
DSC_4054
১০) ত্রাহান কলামের গায়ে খোদাইকৃত ভাস্কর্য
DSC_4057
১১) সম্রাট কন্সটান্টিনের মস্তক
DSC_4039
জাদুঘর থেকে বেরিয়ে রোমান সম্রাট ত্রাহানের কলাম দেখে নিলাম। এই কলামের পুরো শরীর জুড়ে ইতিহাসের বয়ান ভাস্কর্য হিসেবে খোদাই করা রয়েছে।
১২) ত্রাহান কলাম
DSC_3971
ত্রাহান কলামের অনুরূপ আরেকটি কলাম সম্রাট মারকুস আউরেলিউসের নামানুসারে করা হয়েছে যা মারকুস আউরেলিউস কলাম নামে পরিচিত। এক ফাঁকে রোমের রাস্তায় হাঁটতে হাঁটতে সেটিও দেখা হল।
১৩) মারকুস আউরেলিউস কলাম
DSC_4126
এই কলাম সহ রোমের অধিকাংশ ঐতিহাসিক স্থাপনাগুলি “ভিয়া দেল কোরসো” নামক সড়কের দুপাশে অবস্থিত। পিয়াজ্জা নাভোনা, ত্রেভি ঝর্ণা সব হাতের নাগালেই পাবেন এই সড়ক বরাবর হেঁটে গেলে। এরপর এই সড়কেই গেলাম গ্যালারি আলবের্তো সোর্দির ভেতর। এটি মূলত বিকিকিনির এক আধুনিক বাজার।
১৪) গ্যালারি আলবের্তো সোর্দি
DSC_4117
অনেক ভিড়ের মাঝে দুই একটি ছবি তুলে দ্রুত বেরিয়ে পড়লাম ত্রেভি ঝর্ণার উদ্দেশ্যে। ত্রেভি ঝর্ণার কথা আর নতুন করে কি লিখব, যা লেখার অণু আগেই লিখে দিয়েছে। উপচে পড়া ভিড়ের চাপে পিষ্ট হবার আগেই ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম রোমের জাতীয় জাদুঘরে।
১৫) ত্রেভি ঝর্ণা
DSC_4108
রোমের জাতীয় জাদুঘরে অসংখ্য মুর্তি আর নানান ঐতিহাসিক নিদর্শনের ভেতরে কি দেখব কি দেখবনা তার হিসেব করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। তার ওপর হাতে সময়ও কম। দেখতে চেয়েছিলাম মুলত মিকেল এঞ্জেলোর নকশায় স্থাপিত এর ভেতরে অবস্থিত ক্লোয়েস্টারটি। সেই সাথে আরও দেখা হল পাথরে খোদাই করা অনেকগুলি প্রাচীন ছবি।
১৬) মিকেলএঞ্জেলোর নকশায় নির্মিত ক্লোয়েস্টার
RO9
১৭) পাথুরে চিত্রকর্ম
DSC_4088
জাদুঘর থেকে বের হয়ে আমার এবারের যাত্রার শেষ গন্তব্য ছিল পুনরায় কোলোসিয়াম। সন্ধ্যেবেলায় কোলোসিয়ামের ছবি তুলবো, এটা মাথার ভেতর ছিলই। আবার সাথে তুলবো “ন্যাশনাল মনুমেন্ট টু ভিত্তোরিও এমানুয়েল” এর ছবিও। ফিরতি ট্রেন ধরার তখনও আরও চার ঘণ্টা বাকি। কলসিয়ামের সামনেই বসে রইলাম অনেকক্ষণ। শরীরও সারাদিন হাঁটাহাঁটির কারণে ক্লান্ত ছিল খুব। তাই বসে বসে শুধু চেয়ে রইলাম মনুষ্যকৃত এই বিস্ময়কর প্রাচীন স্থাপনাটির দিকে। সময় যেন থমকে আছে এখানে এই রোম নগরীতে, কত মানুষ কত শাসক এল গেল, কোলোসিয়াম সহ এই পুরো রোম নগরী যেন তারপরেও চীরনতুন, চীরকালের।
১৮) ন্যাশনাল মনুমেন্ট টু ভিত্তোরিও এমানুয়েল
DSC_4195
১৯) কোলোসিয়াম
DSC_4188

শেষ করার পূর্বে আর কয়েকটি ছবি যুক্ত করতে চাই।
২০) রোম
DSC_3890
২১) রোমের রাজা
DSC_4156
২২) রোমের রঙ
DSC_3795
২৩) তিবের নদী
DSC_3910
২৪)নদী তীরে বের্নিনিকৃত এক ঈশ্বরপ্রেমী
DSC_3854
২৫) বিস্মৃত এক গির্জার সিলিং
DSC_3944
২৬) সব শেষে রোমা পাস
DSC_3752

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন