বুধবার, ২৮ মে, ২০১৪

পরীদের শহর থেকে...ব্যাংকক

শহরটার পুরো নাম এতটাই বড় যে গিনেস রেকর্ডে এটা যেকোনো জায়গার সবচেয়ে দীর্ঘতম নামের অধিকারী, মোট ২১টি শব্দ নিয়ে এর পুরো নাম। সংক্ষেপে শহরটার নাম “ক্রুং থেপ মাহা নাখন” যার মানে “পরীদের শহর”। আর আমরা শহরটাকে চিনি ব্যাংকক নামে। এখানে আসছি অফিসের কাজে।
ব্যাংককে বাংলাদেশীরা এত বেশী আসে যে এই শহর সম্বন্ধে নতুন কিছু জানানোর চেষ্টা রীতিমত ধৃষ্টতা। তাই শুধু কয়টা ছবি...
~
SAM_2610.JPG
SAM_2501.JPG
SAM_2496.JPG
SAM_2676.JPG
SAM_2551.JPG
SAM_2680.JPG




SAM_2694.JPG

থাইল্যান্ডের ডাকনাম "হাসির দেশ" আর ব্যাংককের সদা হাস্যময় মানুষ সেই নামের মর্যাদা ভাল ভাবেই রেখে চলে। এখানকার মানুষের ব্যবহারের কারণে পর্যটকরা বারবার এখানে আসে। অত্যধিক উন্নয়ন-জনিত নির্মাণ আর সামুদ্রিক উচ্চতা বৃদ্ধিতে ব্যাংকক শহর বছরে ২-৫ সে.মি. ডেবে যাচ্ছে। ফলে অদূর ভবিষ্যতে এটি ভেনিস শহরের মত ডুবন্ত শহর হয়ে যাওয়ার কিঞ্চিত সম্ভাবনা বিদ্যমান। তবে, ব্যাংকক শহরের মধ্যে দিয়ে অনেকগুলি খালে পানিপথে চলাচলের সুযোগ থাকায় একে “প্রাচ্যের ভেনিস” বলা হয়।
থাইরা বেশ গর্বের সাথে নিজের দেশের আরেকটি পরিচয় দেয় “মুক্ত ভূমি” হিসাবে। দক্ষিণ-পূর্ব এশিয়াতে থাইল্যান্ড একমাত্র দেশ যেটাকে কখনোই কোন ইউরোপীয় দেশ উপনিবেশ বানাতে পারেনি। সে কারণে বিদেশী ভাষা, বিশেষ করে ইংরেজি ভাষা এখানকার সাধারণ মানুষের একদম অচেনা। তবে থাই ভাষায় কিছু সংস্কৃত শব্দ আছে। “সওয়াদি” বলে ওরা যে শুভেচ্ছা জানায় সেটাও এসেছে সংস্কৃত থেকে।
ব্যাংকক পৃথিবীর সবচেয়ে উষ্ণতম রাজধানী, তাই ঢাকার চেয়েও গরম বেশী। যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল। আমি প্রতিদিন সকালে মূল শহর থেকে ২৫ দূরে গেছি ট্যাক্সিতে, এই দূরত্বে যেতেও ট্যাক্সিতে সাধারণত: ওয়েটিং সময় উঠেছে ১-২ মিনিট। কিছু ব্যতিক্রম বাদ দিলে ট্যাক্সিগুলি নিয়মে চলে। ট্যাক্সিতে ওঠার পরে ড্রাইভার নিজে থেকে মিটার চালু না করলে তাকে মিটার চালু করতে বলা উচিত। তাতেও চালু না করলে ট্যাক্সি থামাতে বলে নেমে পড়া ভাল। তবে গন্তব্য বোঝাতে ভাষাগত কারণে একটু কষ্ট হয়। তবে মূল শহর এলাকায় বেশ জ্যাম। আর জ্যাম থেকে মুক্তির সবচেয়ে ভাল ব্যবস্থা হল বিটিএস বা আকাশ-রেল। এটি বেশ টুরিস্ট-বান্ধব এবং মোটামুটি টুরিস্ট ও মার্কেট এলাকাগুলিতে যাওয়া যায়। আর আছে আমাদের পুরনো টেম্পোর বড় ভাই টুকটুক, এটাকে এড়িয়ে চলাই ভাল।
SAM_2932.JPG
SAM_2941.JPG
SAM_2943.JPG
SAM_2944.JPG
SAM_2945.JPG
SAM_2926.JPG
SAM_2762.JPG
থাইল্যান্ডে রাজ পরিবার এখনো অনেক সম্মানের অধিকারী এবং তাদের বিরুদ্ধে কোন কটূক্তি মানুষ সহ্য করে না। সাধারণ মানুষ রাজ পরিবারের কাউকে স্পর্শ করতে পারে না। একবার এক রানী নদীতে ডুবে যায়, আশে পাশে লোক থাকলেও স্পর্শ করার অনুমতি না থাকায় কেউ তাকে বাঁচাতে যায়নি। এরপরে নিয়মটি সংশোধন করে শুধু জীবন বাঁচানোর ক্ষেত্রে রাজ পরিবারের কাউকে স্পর্শ করার অনুমতি দেয়া হয়।
SAM_2936.JPG
SAM_2962.JPG
প্রথম যখন থাইল্যান্ডে যাই তখন ১০০ থাই বাথ (মুদ্রার নাম) সমান ছিল আমাদের ১৫০ টাকা, আমাদের টাকা মূল্য হারিয়ে সেই ১০০ থাই বাথ সমান এখন আমাদের ২৭০ টাকা। এছাড়া, ওখানেও সব জিনিষের দাম বেশ বেড়েছে। সবমিলিয়ে, অতি সস্তার ব্যাংকক আর নাই।
আরো কয়েকটি বিক্ষিপ্ত ছবি...
SAM_2964.JPG
SAM_2915.JPG
SAM_2922.JPG
SAM_2846.JPG
SAM_2807.JPG
SAM_2810.JPG
SAM_3014.JPG
SAM_3023.JPG

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন