বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

আতাকামা মরুভুমি, চিলিঃ গত ৪০০ বছরের ইতিহাসে যেখানে এক ফোঁটা বৃষ্টিও ঝরেনি

ফ্রেন্ডস, পোষ্টের শিরোনামে যা বলছি, বিশ্বাস করুন আমি একবিন্দুও মিথ্যা বলি নাই। আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের এমন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেয় যেখানে বৃষ্টি হয়নি মানব ইতিহাসের ৪০০ বছরের ইতিহাসে।

কোন সেই জায়গা যেখানে ৪০০ বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি হয় নাই ??
উত্তরটা হচ্ছে… আতাকামা মরুভুমি, চিলি।
আতাকামা মরুভুমি
আতাকামা মরুভুমি

আসুন এইবার জেনে নি এই বিস্ময়কর মরুভূমি সম্পর্কে অজানা কিছু তথ্য…

  • চিলির একটি বিশাল এলাকা জুড়ে রয়েছে এই মরুভূমির বিস্তার।এর একদিকে রয়েছে প্রশান্ত মহাসগরের অথৈ জলরাশি অন্যদিকে আন্দিজ পর্বতমালা। কি অদ্ভুত প্রাকৃতিক বৈচিত্র্য একপাশে মহাসাগর অন্য পাশে বিশাল মরুভূমি, তাও এই অবস্থা!
মানচিত্রে  আতাকামা মরুভুমি
মানচিত্রে আতাকামা মরুভুমি

  • আতাকামা মুরুভুমিটি প্রায় ১০০০ কিলোমিটার দীর্ঘ।এত বিশাল একটি জায়গায় যেখানে হাজার রকমের প্রাণী আর উদ্ভিদ বৈচিত্র্য থাকার কথা ছিল যুগের পর যুগ বৃষ্টিহীনতার কারনে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।মাইলের পর মাইল হেঁটে গেলেও দেখা পাবেন না কোন উদ্ভিদ বা প্রাণীর।
  • পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান হচ্ছে এই আতাকামা মরুভূমি।বিজ্ঞানীরা এই মরুভুমিকে absolute desert বলে থাকেন ।
আতাকামা মরুভূমিতে অবস্থিত "The Hand of the Desert"
আতাকামা মরুভূমিতে অবস্থিত “The Hand of the Desert”

  • ক্লাইমেটলজিস্ট দের মতে এখানে প্রায় ১৫৭০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কোন বৃষ্টিই হয়নি।তাদের মতে এখানে প্রতি একশ বছরে গড়ে ৩ থেকে ৪ বার বৃষ্টি হয়।অবশ্য গত তিন চারশো বছরে এই নিয়মের ব্যাতিক্রম দেখা যায়।
  • নাসার বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গল গ্রহের মাটির সাথে এই মরুভূমির মাটির সাথে অনেক মিল আছে!!!

আতাকামা মরুভূমিতে অবস্থিত "Tree-Rock"
আতাকামা মরুভূমিতে অবস্থিত “Tree-Rock”
  • আরও একটি অবাক করা বিষয় হল এতটা অনাবৃষ্টি আর পৃথিবীর শুষ্কতম স্থান হওয়ার পর এই জায়গাটির তাপমাত্রা কম ই বলা চলে।গ্রীষ্মকালেও এখানকার গড় তাপমাত্রা ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে।সত্যিই অদ্ভুত!!!!এত প্রতিকুলতা সত্তেও এই মরুভুমির আশেপাশের এলাকায় প্রায় দশ লক্ষ মানুষ বাস করে।

  • আতাকামার নিচে রয়েছে খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার। খনিজ সম্পদের প্রাচুর্যের জন্যই এটি এক সময় বলিভিয়া,পেরু ও চিলির বিবাদের কারণ হয়ে দাঁড়ায়।কিন্তু প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের শেষে মালিকানা নিয়ে শেষতক জয়ী হয় চিলি। আনকনের চুক্তির ফলে এটির অধিকার হারায় বলিভিয়া।
আতাকামা মরুভূমির একাংশ
আতাকামা মরুভূমির একাংশ


আল্লাহ্‌র কি অসীম লীলাখেলা । পৃথিবীর কত অজানা রহস্য আছে, যার ১ % ও আমরা জানি না। এই সব রহস্যের প্রতি আমার একধরনের দুর্বলতা থেকে আমার এই পোষ্ট। আশাকরি , নেক্সট টাইম আবারও নতুন কিছু নিয়ে হাজির হব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন