শুক্রবার, ১৬ মে, ২০১৪

ঘুরে বেড়াই লালমনিরহাট, নিদাড়িয়া মসজিদ

Nidaria-Masqueমোগল সুবেদার মনছুর খাঁ ১১৭৬ হিজরীতেমসজিদটির জন্য ১০.৫৬ একর জমি দান করেন এবং মসজিদটি নির্মান করেন। ঐ সময়ের মোতয়াল্লি ছিলেন ইজার মাহমুদ শেখ, বিজার মাহমুদ শেখ, খান মাহমুদ শেখ প্রমূখ। সুবেদার মনছুর খাঁর দাড়ী না থাকায় তার নির্মিত্ত মসজিদটি নিদাড়ীয়া মসজিদ হিসেবে জনগন অবহিত করে আসছে মর্মে জনশ্রূতি রয়েছ। বর্তমানে স্থানীয় জনগন মসজিদটিতে নামাজ আদায় করেন।
অবস্থান:
লালমনিরহাট সদর উপজেলাধীন কিশামত নগরবন্দ মৌজায় অবস্থিত। এর অবস্থান রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হতে ২ কিমি দক্ষিনে।
কিভাবে যাওয়া যায়:
লালমরনরহাট সদর হতে সিএনজি/ অটোরিক্সা/ বাসে যাতায়াত করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন