http://bengali.cri.cn
চীনের শুল্ক বিভাগে গমনাগমন তথ্য ![]() চীনের শুল্ক বিভাগে প্রবেশ করা আর তা থেকে ত্যাগ করার সময়ে পর্যটকদের চীনের শুল্ক বিভাগের সংশ্লিষ্ট বিধি মেনে চলতে হবে। শুল্ক বিভাগে আপনার সমস্ত আনুষ্ঠানিকতা যাতে নির্বিঘ্নে দেখা হয় এবং আপনার ভ্রমন আনন্দে শুরু হয় তার জন্য কয়েকটি বিষয় এখানে আমাদের বিশেষভাবে উল্লেখ করতে হবে। দরখান্ত নিম্ন উল্লেখিত জিনিসপত্র সংগে নেওয়া হলে অথবা পোষ্টে পাঠাতে হলে পর্যটকদের শুল্ক বিভাগের কাছে দরখাস্তদরথাস্ত করতে হবে। শুল্ক বিভাগের কর আদায় অথবা সীমিত পরিমাণে করমুক্ত এমন জিনিস; ভ্রমন চলাকালে পর্যটকদের সঙ্গে থাকা দৈনিক ব্যবহৃত পণ্যদ্রব্য; যেসব পণ্যদ্রব্য ভ্রমনে নিয়ে আসা-যাওয়া নিষিদ্ধ সেসব পণ্যদ্রব্য; ভ্রমনে পর্যটকদের পক্ষে বরাবরই প্রয়োজনীয় পণ্যদ্রব্য; যে সব পণ্যদ্রব্য শুল্ক বিভাগে নিয়ে যেতে আর আনতে চীন সরকার বাধা দেয়---পুরাকীর্তি, মুদ্রা, সোনা আর রৌপ্য এবং সোনা ও রৌপ্যের তৈরী পণ্যদ্রব্য, ছাপানো সামগ্রী, অডিও আর ভিডিও প্রভৃতি পণ্যদ্রব্য; মালপত্র , মালপত্রের নমুনা এবং যে সব পণ্যদ্রব্য পর্যটকদের সংগে থাকা লাগেজে অন্তভূর্ত করা হয় না; লাল আর সবুজ পথ যারা কর পরিশোধ করতে চান এবং শুল্ক বিভাগ পার হওয়ার জন্য সংস্লিষ্ট ব্যবস্থা নিতে চান তারা লাল পথ বেছে নিতে পারেন, অন্যান্য পযর্টক সবুজ পথ দিয়ে যেতে পারেন। সাধারন নিয়ম-বিধি শুল্ক বিভাগ পার হওয়ার সময় সমস্ত পণ্যদ্রব্য পরীক্ষা নেয়ার জন্য শুল্ক বিভাগের কাছে দেখাতে হবে।যে সব জিনিজপত্রের উপর শুল্ক বিভাগের পরীক্ষা শেষ হয়নি সে সব জিনিজপত্র সঙ্গে নেওয়া যায় না। যে সব জিনিজপত্র আলাদা আলাদাভাবে পাঠানো হয় সে সব জিনিজপত্র পর্যটকদের আবেদন পত্রে লিখতে হবে।যে দিন পর্যটকরা সীমান্তে প্রবেশ করেন সে দিন থেকে ছয় মাসের মধ্যে পণ্যদ্রব্য আনা হলে সেগুলো পণ্যদ্রব্যের উপর শুল্ক বিভাগের পরীক্ষা নেওয়া হবে । পর্যটকের যে জিনিজপত্র সম্বন্ধে আবেদন-পত্র শুল্ক বিভাগের পরীক্ষা নেওয়া হয়েছে সেই আবেদন-পত্র ভালভাবে রাক্ষা উচিত, যাতে শুল্ক বিভাগ থেকে ত্যাগ করা এবং ভবিষ্যতে আবার ভ্রমণ করতে আসার সময় কাজে লাগে। তা ছাড়া, যদি কোনো পর্যটক পূরাকীর্তি সঙ্গে শুল্ক বিভাগ থেকে নিতে যান, তাহলে শুল্ক বিভাগের কাছে আবেদন জানাতে হবে।যে সব দোকান (বিশেষভাবে পুরাকীর্তির দোকান বা মৈত্রী দোকান) পুরার্কীতি ব্যবসার লাইসেন্স পেয়েছে সে সব দোকান থেকে পর্যটকরা যে পুরাকীর্তি কেনেছেন নিদির্ষ্ট রসিড এবং চীনের পুরাকীর্তি ব্যবস্থাপনা বিভাগে রসিদ-দেওয়া প্রতীক অনুযায়ী শুল্ক বিভাগ তা আটকে রাখে না। অন্যান্য উপায়ে পর্যটকরা যে সব পুরাকীর্তি পেয়েছেন সে সব পুরাকীর্তি সঙ্গে নিতে চাইলৈ , (যেমন নিজের পরিবারের অথবা আত্মীয়সজ্বনদের দেওয়া উপহার ) চীনের পুরাকীর্তি ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষা নেওয়ার জন্য আগে থেকে রিপোট দিতে হবে।বর্তমানে,পেইচিং, সাংহাই , তিয়েচিন, গুওয়াংযৌ প্রভৃতি আটটি বন্দরে যাচাই করার সংস্থা আছে।এ সব পুরাকীর্তি সঙ্গে নিতে হলে সংশ্লিষ্ট পুরাকীর্তি বিভাগের অনুমোদন-পত্র দেখাতে হবে।পুরাকীর্তি ব্যবস্থাপনা বিভাগের অনুমোদন পত্র দেখে শুল্ক বিভাগ পুরাকীর্তি পার হতে দেয়।
চীনে ভ্রমণকালে মুদ্রা
ব্যবহারের তথ্য
|
||||||
![]() |
||||||
চীনের মুদ্রা চীনের মুদ্রার নাম হলো রেনমিনপি।চীনের গণ ব্যাংক এই মুদ্রা প্রকাশ করে।রেমিনপির ইউনিট হলো, ইয়ান, তার পর চিআও আর ফেন ।১০ চিআও হলো এক ইয়ান, ১০ ফেন হলো এক চিআও।ইয়ানের ইউনিটে আছে, এক , দুই, পাচ, দশ, পঞ্চাশ এবং একশো।চিআওয়ের ইউনিটে আছে এক , দুই আর পাচ।ফেনের ইউনিটে আছে এক , দুই আর পাচ।রেনমিনপির সংক্ষিপ্ত চিহৃ হলো RMB বিদেশী মুদ্রার বিনিময় চীনে এখন যে সব বিদেশী মুদ্রা বিনিময় করা যায় সে সব বিদেশী মুদ্রা হলো: মার্কিন ডলার, পাউন্ড, ইউরো, জাপানীস ইউয়ান, অষ্ট্রেলিয়ান ডলার, ক্যানাডিয়ান ডলার, হংকং ডলার , সুইজল্যান্ড ফ্রানক, ডানিস ক্রোন, নওয়েগিয়ান ক্রোন, সুইডিস ক্রোন, শিংগাপুর ডলার, মালয়েশিয়ার রিগ্গিট, ম্যাকাও ডলার প্রভৃতি।চীনের ব্যাংকগুলোতে এ সব মুদ্রার বিনিময় করা হয়। চীনের বর্তমান প্রচলিত বিদেশী মুদ্রা ব্যবস্থাপনার আইন বিধি অনুযায়ী, চীন গণ প্রজাতন্ত্রে বিদেশী মুদ্রার প্রচলন নিষিদ্ধ এবং বিদেশী মুদ্রা দিয়ে হিসাব করা যায় না। এ ক্ষেত্রে চীনে ভ্রমণ করতে আসা বিদেশী আর হংকং ও ম্যাকাও স্বদেশীয়রা যাতে সুবিধা পায় সেই জন্য চীনা ব্যাংক এবং বিদেশী মূদ্রা বিনিময় করার ব্যাস্থা আছে এমন ব্যাংকগুলোতে বিদেশী মূদ্রার পর্যটন চেক নেয়া হয় এবং বিদেশের ক্রেডিট কার্ডে রেনমিনপির বিনিময় করা যায়। তা ছাড়া, পর্যটকদের আরো সুবিধা যুগিয়ে দেওয়ার জন্য, ব্যাংক ছাড়া হোটেল আর দোকানগুলোতে বিদেশী মূদ্রা রেনমিনপির বিনিময় করা হয়।চীনে ভ্রমণ শেষে যে সব রেনমিনপি বাকী থাকে , সে সব রেনমিনপি চীন থেকে ত্যাগ করার আগে ছয় মাসের মধ্যে বলবত বিদেশী মুদ্রা বিনিময়ের চেক দিয়ে বিদেশী মুদ্রা বিনিময় করা যায়।ভিন্ন অবস্থায় বিনিময়ের হার ভিন্ন।পর্যটন চেক , ক্রেডিট কার্ড এবং মনিঅর্ডার বিনিময় করা হলে ক্রেয় মূল্য, বিদেশী মূদ্রা দিয়ে রেনমিনপি বিনিময় করা হলে বাট মূল্য, নগদ টাকা দিয়েও বিনিময় করা হলেও একই মূল্য।রেনমিনপি দিয়ে বিদেশী মূদ্রা বিনিময় করা হলে নগদ ক্রয় মূল্য। যেসব বিদেশী ক্রেডিট কার্ড বর্তমানে চীনে ব্যবহারা যায় বর্তমানে চীনে যেসব বিদেশী ক্রেডিট কার্ড তৈরী করা হয় সে সব ক্রেডিট কার্ড হলো, মাস্টার কার্ড( Master Card), ভিসার কার্ড(Vise Card) , আমেরিকান ইকসপ্রেস কার্ড(American Express Card), জে সি বি কার্ড(JC B) এবং ডাইনার্স কার্ড(D iners Card)। |
চীনে র বিখ্যাত হোটেল

বতর্মানে চীনে(তাইওয়ান , হংকং আর ম্যাখ্যাও ছাড়া) মোট ৮৮৮০টি তারা শ্রেণীসম্পন্ন হোটেল সারা চীনের ৩১টি প্রদেশ, কেন্দ্রীয় শাসিত শহর আর স্বায়ত্তশাসিত অঞ্চলে ছড়িয়ে আছে। প্রায় ৯ লক্ষ ঘর আছে। এ সব হোটেলের মধ্যে পাঁচ তারা শ্রেণীর হোটেল ১৭৫টি, চার তারা শ্রেণীর হোটেল ৬৩৫টি, তিন তারা শ্রেণীর হোটল ২৮৪৬টি , দুই তারা শ্রেণীর হোটেল ৪৪১৪টি এবং এক তারা শ্রেণীর হোটেল ৮১০টি।
【চীনের প্রধান প্রধান পাচঁ তারা শ্রেণী হোটেলের তালিকা 】
[ পেইচিং]
হোটেলের নাম
|
টেলিফোন
|
ঠিকানা
|
পেইচিং হোটেল
|
৮৬-১০-৬৫১৩৭৭৬৬
|
পূর্ব পৌর-জেলার ছাংআন সড়কের ৩৩ নং
|
চীনের বৃহত হোটেল
|
চীনের বৃহত হোটেল
|
ছিয়েনগুমেন আউট স্ট্রিড ১ নং
|
মহা প্রাচীর হোটেল
|
৮৬-১০-৬৫৯০৫৫৬৬
|
চাওইয়াং পৌর-জেলার পূর্ব তিন নং বেশ্টিত
সড়কের উত্তর অংশের ১০ নং
|
কুয়েলিন হোটেল
|
৮৬-১০-৬৫০০৩৩৮৮
|
চাওইয়াং পৌর-জেলার শিংইয়ান দক্ষিণ সড়ক
|
ছাংফুগন হোটেল
|
৮৬-১০-৬৫১২৫৫৫৫
|
ছিয়েগুমেন ইন্নে স্ট্রিট ২৬ নং
|
অতিথি ভবন হোটেল
|
৮৬-১০-৬৫১৩৭৭৮৮
|
পূর্ব ছাংআন সড়ক
|
শিংগেরেলা হোটেল
|
৮৬-১০-৬৮৫১২২১১
|
হাইডিয়েন পৌর-জেলার জিজুইয়েন রোড
|
হওয়াফু হোটেল
|
৮৬-১০-৬৫১২৮৮৯৯
|
পূর্ব পৌর-জেলার সোনালী মাছ গলি
|
[সাংহাই]
হোটেলের নাম
|
টেলিফোন
|
ঠিকানা
|
নতুন চিনচিয়াং হোটেল
|
৮৬-২১-৬৪১৫১১৮৮
|
ছাংলোও সড়ক ১৬১ নং
|
শিলটন হোটেল
|
৮৬-২১-৬২৪৮০০০০
|
হুয়াসেন সড়ক ২৫০
|
পুডং শাংগারেলা হোটেল
|
৮৬-২১-৬৮৮২৮৮৮৮
|
পুডং নতুন এলাকার ফুছেন সড়ক ৩৩ নং
|
পুস্মেলিচা হোটেল
|
৮৬-২১-৬২৭৯৮৮৮৮
|
ছিআন পৌর-জেলা নানচিং পশ্চিম রোড ১৩৭৬
|
[ থিয়ানজিন ]
হোটেলের নাম
|
টেলিফোন
|
ঠিকানা
|
শিলটন হোটেল
|
৮৬-২২-৩৩৪৩৩৮৮
|
থিয়ানজিন শহরের হো পৌর-জেলার চিনসেন রোড
|
[গুওয়াংযৌ ]
হোটেলের নাম
|
টেলিফোন
|
ঠিকানা
|
সাদা রাজহাঁস হোটেল
|
৮৬-২০-৮১৮৮৬৯৬৮
|
৮৬-২০-৮১৮৮৬৯৬৮
|
উদ্যান হোটেল
|
৮৬-২০-৮৩৩৩৮৯৮৯
|
গুওয়াংযৌ হুয়েসির পূর্ব সড়ক ৩৬৮ নং
|
চীনের বৃহত হোটেল
|
৮৬-২০-৮৬৬৬৩৩৮৮
|
গুওয়াংযৌ শহরের লিওহুআ রোড
|
[ডালিয়েন]
হোটেলের নাম
|
টেলিফোন
|
ঠিকানা
|
ফুলিহুয়া বৃহত হোটেল
|
৮৬-৪১১-৮২৬৩০৮৮৮
|
ডালিয়েন রেনমিন রোড ৬০ নম্ব
|
[সিআন]
হোটেলের নাম
|
টেলিফোন
|
ঠিকানা
|
কাইইয়ু হোটেল
|
৮৬-২৯-৭২৩১২৩৪
|
পূর্ব সড়ক ১৫৮
|
শিলটন হোটেল
|
৮৬-২৯-৪২৬১৮৮৮
|
ফনগাও রোড ১২ নং
|


চীনের বিখ্যাত পর্যটন
সংস্থা
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বর্তমানে চীনে মোট ১১৬১৫টি পর্যটন সংস্থা আছে যাদের মধ্যে আন্তর্জাতিক পর্যটন সংস্থা ১৩৫৮টি, অভ্যন্তরীণ পর্যটন সংস্থা ১০২৫৭টি। বিখ্যাত পর্যটন সংস্থা:
পেইচিং
সাংহাই
গুয়াংযৌ
সিআন
সেনজেন
ছেনডু
|

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন