শনিবার, ৫ জুলাই, ২০১৪

অপরুপ সৌন্দর্যের দ্বীপ - ইন্দোনেশিয়ার বালি দ্বীপ


অপরূপ সৌন্দর্যের দ্বীপ ইন্দোনেশিয়ার বালি। পর্যটক শহর। সমস্ত দ্বীপের মানুষ পর্যটকদের স্বাগত জানাতে আন্তরিক। পর্যটন শিল্পকে প্রাধান্য দিয়ে শহরটি গড়ে উঠেছে।

৬৬০০ বর্গ কিলোমিটার দীপটির জনসংখ্যার ৯২.৫০% হিন্দু। সব কিছুতে হিন্দু ধর্মের প্রকাশ খুব বেশী। তবে তাঁদের দেব দেবি আমাদের দেশের হিন্দুদের মত নয়। প্রতি বাড়ীর প্রবেশ মুখের দুপাশে আছে- এমনি রক্ষাকারী দেবতা। যারা যে কোন বিপদ থেকে রক্ষা করেন বাড়ির সবাইকে।

মাত্র চারদিনে এই দ্বীপের সব দেখা সম্ভব নয়। যতটুকু দেখেছি, তাতেই অবিভুত হয়েছি। দিপটিকে সুন্দর , পরিচ্ছন্ন রাখতে সবাই অত্যন্ত আন্তরিক। জনগন রাস্তায় পরে থাকা গাছের পাতা পর্যন্ত কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন। পর্যটকদের অগ্রাধিকার এখানে সবকিছুতে। বসবাসের হোটেল এলাকা্য কোন বানিজ্যিক দোকান পর্যন্ত নেই।

বালিতে দেখেছি মৃত আগ্নেয়গিরি। দেখেছি সমুদ্র সৈকতে স্পিড-বোট এ টেনে নেয়া প্যারাস্যুটে মানুষের আকাশে ওড়া, নিজেও আকাশে ভেসেছি। সৈকত এলাকা খুবই পরিচ্ছন্ন। কচ্ছপ এর দ্বীপ এ আছে বিশাল বিশাল কচ্ছপ, অজগর সাপ যাকে গায়ে জড়িয়ে ছবি তোলার জন্য রোজ এখানে আসেন হাজার হাজার পর্যটক, এখানেই আছে গিরগিটি, বাদুর।

দেখেছি বাঁদরের পার্ক, হাজার হাজার বাঁদুরের বসবাস এখানে। খুব দুষ্ট এরা। একটু বেখেয়াল হলেই আপনার খাবার, টুপি, সানগ্লাস এমন কি মোবাইল ও নিয়ে যেতে পারে এরা। সব বয়সের বাঁদর দেখা যাবে এখানে।

দেখেছি কয়েক হাজার বছর পুরানো হিন্দু মন্দির। যেখানে আছে পবিত্র পানি - যা বিরামহীন ভাবে পরছে হাজার বছর ধরে।

বাগান দেখেছি কফি / কোক গাছের, কিভাবে কফি বানানো হয়, স্বল্প পরিসরে তাও দেখেছি। কাঠ শিল্পীদের হাতের কাজ অবাক করার মত, বিশ্বাসই হতে চায় না যে, এসব কাঠ দিয়ে মানুষের হাতে তৈরি।

ইন্দোনেশিয়ার বাটিক, পৃথিবী জুড়ে এর নাম। বাটিক এর একটি উৎপাদন কেন্দ্র দেখেছি।

শুভ এবং অশুভের লড়াইয়ে অশুভ কিছুদিনের জন্য জিতলেও - একসময় অশুভ পরাজিত হবেই - এই থিমকে নিয়ে এখানে রোজ অনুষ্ঠিত হয় ড্রামা। হাজার হাজার পর্যটক তা উপভোগ করেন। ড্রামার নায়িকা শর্বরী। ৫৫ বছর নাকি ওনার বয়স। অবাক হতে হয় - প্রায় ২ ঘণ্টার ড্রামায় ওনার মুভমেন্ট দেখে।

সব কিছু দেখে আমার উপলব্দি - আমাদের এই বাংলাদেশ, বালির চেয়েও সুন্দর। শুধু পরিকল্পনা নেই আমাদের। নেই সচেতনতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন